বইয়ের নাম : ম্যালকম এক্স
লেখক : হাসান আল ফিরদাউস
পৃষ্ঠা : ১২৫
আই এস বি এন : 978-984-97142-0-3
সংক্ষিপ্ত তথ্য :
সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, শোষণ ও বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুনভাবে মুক্তির ইশতেহার উপস্থাপনকারী মালিক আল শাহবাজ তথা ম্যালকম এক্স দুনিয়াব্যাপী মুক্তির স্বপ্ন লালনকারী প্রতিটি মানুষের জন্য অপরিহার্য একটি নাম। একজন ব্যক্তি কীভাবে এককভাবে একটি আন্দোলন হয়ে উঠতে পারেন, ম্যালকম এক্স তার প্রোজ্জ্বল উদাহরণ।
এ বইটি প্রথাগত অর্থে ম্যালকম এক্সের জীবনী নয়, কিংবা তাকে নিয়ে কোনো গবেষণামূলক কাজও নয়, এমনকি তার জীবনী নিয়ে কোনো একাডেমিক কাজও নয়; বরং আজকের বিশ্বমোড়ল সাম্রাজ্যবাদী আমেরিকার প্রাতিষ্ঠানিকীকরণ ও ক্ষমতায়নের পর্যায়গুলোর ব্যাখ্যা আর ম্যালকম এক্সের জীবনব্যাপী মুক্তি সংগ্রামের সংক্ষিপ্ত একটি নকশা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। বাংলা ভাষায় এখন পর্যন্ত ম্যালকম এক্সের নির্বাচিত কিছু বক্তৃতার অনুবাদ ছাড়া তাকে নিয়ে তেমন উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। সে ঘাটতি পূরণেই আমাদের এ প্রয়াস। এ বইয়ের মাধ্যমেই বাংলা ভাষায় ম্যালকম এক্সকে নিয়ে আলাপের সূচনা হলো বলে আমাদের বিশ্বাস। গত শতকের অন্যতম শ্রেষ্ঠ মুজাহিদের নাম আমাদের একাডেমিক- চিন্তাগত ময়দানে বারবার উচ্চারিত হোক, তার চিন্তাদর্শন আমাদের মুক্তি সংগ্রামের পাথেয় হোক-বইটির মূল উদ্দেশ্য এটিই।
ম্যালক্লম এক্স
ম্যালকম এক্স (১৯২৫ – ১৯৬৫) ছিলেন একজন আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা, যিনি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদায়ের আন্দোলনে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন। জন্মের পর তার নাম হয় ম্যালকম লিট্ল এবং ইসলামে ধর্মান্তরিত হলে তার নতুন নামকরণ হয় ম্যালকম এক্স। তিনি আল-হাজ্জ মালিক আল-শাব্বাজ নামেও পরিচিত। ম্যালকম লিট্ল মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাষ্ট্রের ওমাহা শহরে একটি খ্রিষ্টান আফ্রিকান- মার্কিন পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বয়স তেরো হলে তার পিতা মৃত্যুবরণ করে এবং তার মাতা মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার ফলে তার মাতাকে আ্যসাইলামে ভর্তি হতে হয়। ১৯৪৬ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালত তাকে সাজা দেওয়ার জন্য আট থেকে দশ বছরের জন্য কারাদন্ডের আদেশ দেয়। বন্দিকালে ম্যালকম লিট্ল শিয়া ইসলামে ধর্মান্তরিত হন এবং একটি ইসলামী দল, নেশন অব ইসলামের সদস্য হন। ১৯৫২ সালে তার বন্দির শর্তাধীন মুক্তি হলে তিনি তার বংশনাম সরিয়ে এক্স রাখেন এবং ম্যালকম এক্স হিসাবে পরিচয় লাভ করেন। ম্যালকম এক্স পরে নেশন অব ইসলামের অন্যতম নেতা ও প্রধান মুখপাত্র নিযুক্ত হন। ১৯৫৮ সালে বেটি স্যান্ডার্সের সঙ্গে ম্যালকম এক্স বিবাহবন্ধনে আবদ্ধ হন। নেশন অব ইসলাম প্রস্থান করার পর, ম্যালকম এক্স সুন্নী ইসলামে ধর্মান্তরিত হন এবং মক্কায় হজ করেন, যার পর থেকে তিনি জাতিভেদ অস্বীকার করেন। ১৯৬৫ সালের ২১শে ফেব্রুয়ারি, নিউ ইয়র্কে ম্যালকম এক্স জনতার সামনে একটি বক্তৃতাদানের সময়, কিছু ঘাতক তাকে গুলি করে হত্যা করে।
Brand: মক্তব প্রকাশন