By (author)
মাওলানা আব্দুল্লাহ সিদ্দীকী (ভারত)
সন্তান আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত ও আমানত। যার কারণে সন্তানকে সৎ, আদর্শবান ও উত্তম চরিত্রে চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব সর্বপ্রথম পিতাণ্ডমাতার ওপর। তারা এই দায়িত্ব পালনে অবহেলা করলে বা আমানতের খেয়ানত করলে মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে।
আজকের যারা শিশু তারাই আগামী দিনের রাষ্ট্রপরিচালক, সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল এবং দেশের নাগরিক। সুতরাং তাদেরকে যথাযথভাবে গড়ে তোলার ওপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। তাই আদর্শ সন্তান গঠনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রত্যেক পিতাণ্ডমাতাকে সঠিকভাবে তাদের সন্তান-সন্ততি প্রতিপালনের তৌফিক দান করেন। যারা হবে পিতাণ্ডমাতার জন্য চক্ষু শীতলকারী, দেশ ও সমাজের জন্য উপকারী এবং পরকালে পিতাণ্ডমাতার নাজাতের উসিলা। আল্লাহই তৌফিক দানকারী।
Brand: ইসলামিয়া কুতুবখানা