By (author)
ইমাম আবূ আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসায়ী (র.)
এটিকে “নাসায়ী শরীফ” ও বলা হয়। অনেকের মতে এটি সহিহ সিত্তার তৃতীয় স্থানের মর্যাদা রাখে। ইমাম নাসায়ী নিজেই বলেন, আমি সুনানে সুগরা তথা নাসায়ী শরীফের মধ্যে যত হাদীস সংকলন করেছি তার সবগুলোই সহীহ। এছাড়াও নাসায়ী শরীফের অনেক বৈশিষ্ট রয়েছে।
শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন-
১. অল্লামা আশফাকুর রহমান কান্ধলভী (র.) লিখিত সুদীর্ঘ ভূমিকাটি কম্পোজ করে আধুনিক অঙ্গ সজ্জায় সংযোজন। ২. কিতাব, বাব ও হাদীসের নম্বর প্রদান। ৩. উভয় খণ্ডের শুরুতে কম্পোজকৃত সূচি সংযোজন।
জীবনী
ইমাম নাসাই হিজরি ২১৫ সনে খোরাসানের নাসা শহরে জন্মগ্রহণ করেন। আল-নাসাই নিজেই বলেছেন যে, তিনি ৮৩০ (২১৫ হি:) সালে জন্মগ্রহণ করেছিলেন – যদিও কেউ কেউ মত প্রকাশ করেছেন যে তার জন্ম তারিখ ৮২৯ বা ৮৬৯ সালে (২১৪ বা ২৫৫ হি:) নাসা শহরে হয়েছিল । আর নাসা শহরটি বর্তমান তুর্কমেনিস্তান – যা খোরাসানের অংশ । এটি পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার একটি অঞ্চল যা ইসলামি শিক্ষাকেন্দ্রের জন্য সুপরিচিত । সেখানে ইমাম নাসাই “হালকা” নামে পরিচিত জ্ঞান তপস্যার সমাবেশ-মজলিশে অংশ নিয়েছিলেন । প্রায় ১৫ বছর বয়সে তিনি কুতাইবাতে প্রথম যাত্রা শুরু করেছিলেন । তিনি ইরাক, কুফা, হিজাজ, সিরিয়া এবং মিশরের বিদ্বানদের কাছ থেকে জ্ঞান লাভ করে পুরো আরবীয় উপদ্বীপকে কভার করেছিলেন, যেখানে তিনি শেষ পর্যন্ত স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিলেন ।
Brand: ইসলামিয়া কুতুবখানা