By (author)
সুলাইমান বিন আ‘শআছ ইবনে ইসহাক আল-আজদী আস-সিজিস্তানি
বই সম্পর্কে
গোটা পৃথিবীতে বিশুদ্ধতা, বিন্যস্ততা ও কার্যকারিতায় ছয়টি গ্রন্থ সুপ্রসিদ্ধ। যাদেরকে বলা হয় সিহাহ সিত্তাহ। এই ছয়টি গ্রন্থের অন্যতম একটি গ্রন্থ হলো সুনানে আবী দাঊদ। ৫,০০,০০০ (পাচঁ লক্ষ) হাদীসের মধ্য হতে ৪,৮০০(চার হাজার আটশত) হাদীসের অসাধারণ ও নজীর বিহীন সংকলন হলো সুনানে আবী দাঊদ। সকল শ্রেণীর উলামা ও ত্বলাবার নিকট ব্যাপকভাবে এটি সমাদৃত এবং ফিকহ বিষয়ে হাদীসের এমন বিশাল ভান্ডার এতে জায়গা পেয়েছে। যা অন্য কোনো কিতাবে পায়নি । এজন্য এটি অনন্য ও অসাধারণ।
লেখক সম্পর্কে
তিনি হলেন সুলাইমান বিন আ‘শআছ ইবনে ইসহাক আল-আজদী আস-সিজিস্তানি। যিনি হাদীসের বিশিষ্ট ইমাম ছিলেন। তিনি ২০২ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম বুখারীর সাথে ইমাম আহমদ ইবনে হাম¦লের অধীনে হাদীস অধ্যায়ন করেছিলেন এবং হাদীসের পরবর্তী অনেক জগত বিখ্যাত মুহাদ্দিস যেমন ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ীর মত মহান মুহাদ্দিসগণকে হাদীস শিক্ষা দিয়েছিলেন। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের বিশুদ্ধ হাদীস সংগ্রহের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিলেন ।
তার গ্রন্থের প্রতিটি হাদীসকে কুরআনের সাথে সামঞ্জস্য করার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং দীর্ঘ যাচাই বাচাইয়ের পর তার হাদীসগুলো কুরআনের সাথে সামঞ্জস্যশীল বলে প্রমাণিত হয়েছিল। আবূ দাঊদ শরীফ মুসলিম বিশ্বের সর্বজন স্বীকৃত সংখ্যাগরিষ্ঠ হাদীস বিশারদ দ্বারা যাচাই বাচাই করার পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এর সুন্নাহর সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত লাভ করেছে। তবে কিছু দুবর্ল হাদীসও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইমাম আবূ দাঊদ ৫,০০,০০০ হাদীস সংগ্রহ করলেও তিনি তার আস সুনান গ্রন্থে ৪,৮০০ হাদীস সংকলন করেছিলেন, যা তিনি তৎকালীন বাগদাদ এবং অন্যন্য প্রধান শহরে পড়িয়েছিলেন।
ইমাম আবূ দাঊদ (র.) জীবনের শেষ চার বছর বসরার কাটিয়ে ৭৩ বছর হায়াত লাভ করে ১৬-ই শাওয়াল ২৭৫ হিজরিতে জুমার দিন ইন্তেকাল করেন।
Brand: ইসলামিয়া কুতুবখানা